আইপিএলেও মাঠের বাইরে যুবরাজ
ইনজুরির কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। আশা ছিল আইপিএলের প্রথম ম্যাচ থেকেই দলের হয়ে মাঠে নামার। তবে তাও হচ্ছে না ৭ কোটি রূপিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নাম লেখানো যুবরাজের। ইনজুরির কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই তারকা অলরাউন্ডার।
যুবরাজকে নিয়ে হায়দরাবাদের কোচ টম মুডি বলেন, যুবরাজের মত একজন খেলোয়াড় যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয়, যুবরাজ সিংকে আমরা বেশ কয়েক সপ্তাহের জন্য পাচ্ছি না। তবে কবে নাগাদ তাকে দলে পাব সে বিষয়ে এখনো নিশ্চিত নই আমরা।
তিনি আরও বলেন, প্রথম থেকেই যুবরাজকে না পাওয়া আমাদের জন্য বড় একটা ধাক্কা। সে ব্যাট হাতে শুধু একজন ম্যাচ উইনারই নন, বল হাতেও বেশ কার্যকর। মিডল অর্ডার শক্তিশালী করতেই আমরা যুবরাজ ও দিপক হুদার মতো ব্যাটসম্যানকে টার্গেট করেছিলাম। তাদের দলেও ভিড়িয়েছিলাম। কিন্তু ইনজুরির কারণে তাকে আমরা লিগের শুরুতে দলে পাচ্ছি না।
এমআর/পিআর