ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্যামির নামে ক্রিকেট স্টেডিয়াম

প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

একে তো বোর্ডের সঙ্গে ঝামেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসাটাই তাদের অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। সে জায়গায় বোর্ডের সঙ্গে কোনমতে সমঝোতা করে গেইল-স্যামিরা এসেছেন বিশ্বকাপ খেলতে। সে থেকে ক্যারিবীয়রা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। এবার তার নামেই হতে যাচ্ছে সেন্ট লুসিয়ার বিউসিজুর ক্রিকেট গ্রাউন্ডের নাম। ঐ ক্রিকেট গ্রাউন্ডের নাম পরিবর্তন হয়ে হতে যাচ্ছে `ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম`।

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পুরস্কার গ্রহণ করতে এসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এক হাত নিয়ে স্যামি বলেন, ‘বোর্ড শুধু অবহেলা করে গেছে আমাদের। আমরা গ্রানাডার প্রেসিডেন্টের কাছ থেকে ইমেইলে শুভেচ্ছা বার্তা পেয়েছিলাম; কিন্তু আমাদের বোর্ডের কাছ থেকে তেমন কিছুই পাইনি। আমাদের কেউ খোঁজ রাখে না। এমনকি জানিও না পরবর্তীতে আর দেশের হয়ে খেলতে পারবো কি না। পরনে জার্সিটা পর্যন্ত নিজেদের জোগাড় করে খেলতে হয়েছে আমাদের।’

স্যামির এমন কথা বলার পরেই বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে সভাপতি ক্যামেরন জানান আগামী মাসেই ক্রিকেটারদের সাথে বসবে বোর্ড। তবে স্যামির কথাকেও হালকাভাবে নেননি তিনি। ক্যামেরন বলেন, ‘মে মাসেই আমরা বোর্ড থেকে ক্রিকেটারদের সাথে দেখা করবো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। নির্বাচক, কর্মকর্তা ও ম্যানজমেন্ট ক্রিকেটারএর সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে চাই।’

এমআর/এমএস

আরও পড়ুন