ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্যামুয়েলসের সমালোচনায় স্টার্ক-সিডল

প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৬ এপ্রিল ২০১৬

শেন ওয়ার্নের সঙ্গে স্যামুয়েলসের দ্বন্দ্বের কথা সবারই জানা। তাকে কটাক্ষ করে সংবাদ সম্মেলনে সামনের টেবিলে পা তুলে বসেন স্যামুয়েলস। আর পা তুলে দিয়ে বলেন, এ জয় শেন ওয়ার্নের জন্য।

এমন বিরল ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনে কেউ কখনও দেখেছে কিনা কে জানে। স্যামুয়েলসের কাণ্ডে রীতিমত হতাশ হয়েছেন ক্রিকেটবোদ্ধারও। আর এটা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।  

কিন্তু এমন আচরণে চুপ করে থাকতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার পিটার সিডল ও মিসেল স্টার্ক। তারা স্যামুয়েলসের বিরুদ্ধে জানিয়েছেন ক্ষোভ।

sanuals

ক্যারিবীয় ব্যাটসম্যানকে আক্রমণ করে সিডল বলেছেন, `কথাগুলো যদি ক্রিস গেইল বলত, তবে আমি মেনে নিতাম। কারণ সে মাঠে পারফর্ম করে। আন্দ্রে রাসেল বললেও মানতাম। তাই বলে স্যামুয়েলস! ওকে তো আমি মাঠে নিয়মিত পারফর্ম করতেই দেখি না!`

অস্ট্রেলিয়া দলের এই সময়ের সেরা পেসার স্টার্কও মনে করছেন, মাঠের বাইরের তিক্ততা নিয়ে এত কথা না বলে খেলায় মনোযোগ দেয়া উচিত স্যামুয়েলসের, `আমার মনে হয়, অনেক দিন ধরেই এই বিষয়টা মাথার মধ্যে ঘুরছে তার। ওর উচিত সব তিক্ততা ছেড়ে মাঠের খেলায় মনোযোগ দেয়া।`

এমআর/এমএস

আরও পড়ুন