ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএলে দর্শকরাই আম্পায়ার!

প্রকাশিত: ০৪:১১ এএম, ০৬ এপ্রিল ২০১৬

ক্রিকেট দুই দলের খেলা হলেও এর প্রাণ হচ্ছে দর্শকরা। আর এই দর্শকদের মাঠে নিতে নতুন এক অভিনব পন্থা বের করলেন আইপিএল কর্তৃপক্ষ। আর তা হল এবাবের আসরে খেলা মাঠে খেলা দেখতে আসা উপস্থিত দর্শকরা অনেকটা থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, মাঠে খেলা দেখতে আসা দর্শকদের হাতে দেওয়া হবে চার, ছয়, আউট, নট আউট লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। মাঠের আম্পয়াররা যখন কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন তারা নিয়ম মেনেই যাবেন থার্ড আম্পায়ারের কাছে। সেই সময় রিপ্লে দেখে তাদের প্ল্যাকর্ড উঁচু করে ধরবেন দর্শকরা। প্ল্যাকার্ডে যে লেখাটা তুলবেন, সরাসরি সম্প্রচারকারী ক্যামেরা তা দেখাবে মাঠের জায়ান্ট স্ক্রিনে। তবে শেষে আসল সিদ্ধান্তটা থার্ড আম্পয়ারই নেবেন।

IPL

এদিকে এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ এপ্রিল, মুম্বাইয়ে। আর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, হানি সিংয়ের মত তারকারা।

এমআর/এমএস