ক্রিকইনফোর সেরা একাদশে মুস্তাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করার পুরস্কার পাচ্ছেন মুস্তাফিজ। আইসিসির সেরা একাদশে থাকার পর এবার ক্রিকইনফোর সেরা একাদশেও জায়গা পেয়েছেন এই কাটার মাস্টার। বিশ্বকাপের প্রথম পর্বে ইনজুরির কারণে একটি ম্যাচও খেলতে পারেননি মুস্তাফিজ। সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার। কিন্তু পরের তিন ম্যাচ খেলেই যেন ছাড়িয়ে গেলেন সকলকে।
তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি পেসার। বিশ্বকাপের সেরা বোলিং ফিগারটাও মুস্তাফিজের। বিশ্বকাপে সব থেকে বেশি রান করেও জায়গা হয়নি তামিম ইকবালের। সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে।
ক্রিকইনফোর সেরা একাদশ
মোহাম্মদ শেহজাদ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, আন্দ্রে রাসেল, কার্লস ব্র্যাথওয়েট, মিচেল সান্তনার, সামিউল বাদ্রি, মুস্তাফিজুর রহমান এবং আশীষ নেহরা।
আরআর/এনএফ/এবিএস