ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শেষ ষোলোয় মুখোমুখি বার্সেলোনা-ম্যানসিটি

প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

সোমবার ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র। শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বার্সেলোনা। শেষ ষোলোতে স্প্যানিশ জায়ান্টরা খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানসিটির বিরুদ্ধে। গতবারও কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সার্জিও অাগুয়েরোদের মুখোমুখি হয়েছিল মেসিদের বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে জার্মানির শালকের বিপক্ষে। সোমবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। গত মৌশুমে সিটির বিপক্ষে দুই লেগের লড়াইয়ে ৪-১ গোলে জিতে শেষ আটে ওঠেন লিওনেল মেসিরা। তাই এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে।

গ্রুপ পর্বে ৬ ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ৮ পয়েন্ট পেয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে শেষ ষোলোতে ওঠে সিটি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বে খেলবে সিটি। আর বার্সেলোনা চারবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

রিয়ালও গত মৌশুমের মতোই সেরা ষোলোর একই প্রতিপক্ষই পেয়েছে। ওই আসরে বুন্দেশ-লিগার দল শালকে দুই লেগ মিলিয়ে ৯-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল। গতবার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দশমবারের জন্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ।

এবার গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা রিয়াল। আর ৮ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়েছে শালকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোতে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও চেলসিকে।

গ্রুপ পর্বে অপরাজিত থেকে ১৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের সেরা হয় চেলসি। আর ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয় পিএসজি। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে ইতালির জুভেন্তাস ও জার্মানির অন্যতম জনপ্রিয় দল বরুশিয়া ডর্টমুন্ডের লড়াইটাও উত্তাপ ছড়ানোর মতো। ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয় ইতালির শীর্ষ লিগ সিরি-এ বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। আর ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ২০১২-১৩ মৌশুমের রানার্সআপ বরুশিয়া।

সেরা ষোলোতে ২০১২-১৩ মৌশুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের বিপক্ষে। আর গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে জার্মানির বায়ার লেভারকুসেনের বিপক্ষে। শেষ ষোলোর বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও ফ্রান্সের মোনাকো এবং পর্তুগালের পোর্তো ও সুইজারল্যান্ডের বাসেল। শেষ ১৬’র প্রথম লেগের খেলা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে।