ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশে মুস্তাফিজ, নেই তামিম

প্রকাশিত: ১০:২৩ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বিশ্বকাপ শেষ হলেও এখনও এর রেশ রয়ে গেছে। রোমাঞ্চকর এক ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার ব্যাক্তিগত পারফরমেন্সে ছিলেন বেশ উজ্জল। তবুও ভারতের টাইমস অফ ইন্ডিয়ার বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেয়েছেন শুধু পেসার মুস্তাফিজুর রহমান। অথচ টুর্নামেন্টের টপ স্কোরার হওয়া সত্ত্বেও জায়গা হয়নি তামিম ইকবালের।

ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন জেসন রয় এবং আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার বিরাট কোহলিও রয়েছেন। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত খেলা জো রুট এবং জস বাটলারকেও রেখেছে নির্বাচকরা। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করা আন্দ্রে রাসেল এবং ফাইনালে চার ছক্কা মেরে ট্রফি জেতানো ব্র্যাথওয়েটও রয়েছেন দলে।

টাইমস অফ ইন্ডিয়ার সেরা একাদশ
জেসন রয়, মোহাম্মদ শেহজাদ, বিরাট কোহলি, জো রুট, জশ বাটলার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, মিচেল সান্তনার, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি এবং মুস্তাফিজুর রহমান।

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন