ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি

প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ১৯২ রানের বড় সংগ্রহ করেও সিমন্স-রাসেলদের কাছে পাত্তাই পায়নি তারা। তবে দলীয় সাফল্য না পেলেও একক সাফল্যের স্বীকৃতি পেয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের এ পোস্টার বয়।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট হবার পর কোহলি বলেন, ‘যদিও ঘরের মাঠে ফাইনালে না খেলতে পেরে আমি খুবই হতাশ, তারপরেও টুর্নামেন্ট সেরা হয়ে আমি গর্বিত। ওয়েস্ট ইন্ডিজের পুরুষ এবং নারী উভয় দলের জন্য অনেক শুভাচ্ছা রইলো’।

বিশ্বকাপে পাঁচ ইনিংস ব্যাট করেছেন বিরাট কোহলি। আর তাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৩ রান আসে তার ব্যাট থেকে। পাঁচ ইনিংসেই ধারাবাহিক ব্যাট করেন তিনি। ২৩, ৫৫*, ২৪, ৮২* ও ৮৯* রানগুলো আসে তার ব্যাট থেকে।

মূলত তার দুর্দান্ত ব্যাটিংয়েই সেমিফাইনালে খেলার সুযোগ পায় ভারত। সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রানের কাব্যিক ইনিংসকে অনেকেই টি-টোয়েন্টির সেরা ইনিংস ঘোষণা দিয়েছেন। সেমিফাইনালে ৮৯ রানের ঝড়ো ইনিন গস খেলেন তিনি। তবে সিমন্স, চার্লস ও রাসেলের ঝড়ে দিন শেষে তা ছোট হয়ে যায়।

আরটি/এসকেডি
 

আরও পড়ুন