ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অচেনা ব্র্যাথওয়েটই শেষের হিরো

প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। শেষ পর্যন্ত কি হবে তা কেউ বলতে পারে না। শেষ বল পর্যন্তও বলা যায় না কে জিতবে। এমনই একটি অনিশ্চয়তার গল্প উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ। ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেও এ গল্পের পার্শ্বনায়ক হয়ে গেলেন মারলন স্যামুয়েলস। শেষ চার বলে চারটি ছক্কা মেরে আসল হিরো এখন কার্লোস ব্র্যাথওয়েট।

অথচ বিশ্বকাপের আগে কজন চিনতো ব্র্যাথওয়েটকে। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেলদের মত বাঘা বাঘা টি-টোয়েন্টি তারকাদের মাঝে হিরো হলে তিনি।

মাত্র ১০ বলে ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৪ রান করে অপরাজিত থাকেন ব্র্যাথওয়েট। আর চারটি ছক্কাই মেরেছেন প্রচণ্ড চাপের মুখে। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। বেন স্টোকসের প্রথম তিন বলেই তিনটি ছক্কা মেরে স্কোর সমান করে ফেলেন ব্র্যাথওয়েট। শেষ তিন বলে যখন ১ রান প্রয়োজন সেখানেও ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেন এ অলরাউন্ডার।

তবে শুধু ব্যাট হাতেই ঝলক দেখাননি ব্র্যাথওয়েট। বল হাতেও দারুন সফল ছিলেন তিনি। চার ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন এ ক্যারিবিয়ান।

আরটি/আইএইচএস/এসকেডি

আরও পড়ুন