ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় ফেরার সময়ও শেকড় ভোলেননি মুস্তাফিজ

প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

ক্রিকেট অঙ্গণের নক্ষত্র জাতীয় দলের পেসার কাটার মাস্টার মুস্তাফিজ নিজ জেলা সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে গেছেন। বেশ কিছুদিন ছুটি কাটানোর পর আজ তিনি যশোর থেকে বিমান যোগে ঢাকা পৌছান। তবে ঢাকা যাওয়ার পূর্বে ভুলে যাননি সাতক্ষীরার যে একাডেমীতে প্রশিক্ষন নিয়েছেন সে একাডেমী থেকে ঘুরে যাওয়ার কথা। যে মাঠে ঘাম ঝরেয়ে খেলা শিখেছেন, আজ অনেকটা সময় সে মাঠেই ও শুভাকাঙক্ষীদের সাথে সময় কাটান।

রবিবার সকাল ৮টায় কালিগজ্ঞের তেঁতুলিয়া গ্রামের নিজের বাড়ী থেকে বিদায় নিয়ে চলে আসেন মুস্তাফিজ। তারপর সময় দেন সাতক্ষীরার আমতলা মোড় এলাকায় সুন্দরবন ক্রিকেট একাডেমীতে। এ সময় ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজ বলেন, ‘ভালো ক্রিকেটা হওয়ার জন্য প্রতিনিয়ত নতুন কিছু শেখার উদ্দেশ্যে খেলতে হবে। কারো সমালোচনা নয়, নিজের দোষত্রুটি শুধরে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে তুলে ধরতে হবে।’

MUSTAFIZ
 
সুন্দরবন ক্রিকেট একাডেমি আগামী দিনে আরও ভালো করবে বলে মুস্তাফিজ আশা প্রকাশ করে বলেন, ‘এ একাডেমি থেকেই তারকা ক্রিকেটার দাদা সৌম্য সরকার ও আমার উত্থান।’ এ সময় মুস্তাফিজ সাতক্ষীরা সুন্দরবন একাডেমীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রিকেট প্রশিক্ষনার্থী ও উপস্থিত ভক্তদের সাথে স্বাক্ষাৎ করেন। তারপর বিকালে সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন জাগো নিউজকে জানান, সুন্দরবন ক্রিকেট একাডেমীতে বর্তমানে ৪ শতাধিক প্রশিক্ষণার্থী ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। এ সময় তিনি তার একাডেমীর সাফল্যের কথা তুলে ধরেন।

গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় হাসি, আনন্দ আর আড্ডায় ছুটির দিনগুলো কেটেছে মুস্তাফিজের। অহংকারহীন মুস্তাফিজকে কাছে পেয়ে খুশি সকল শ্রেণী পেশার মানুষও। বিদায়কালে সকলে তার মঙ্গল কামনা করেন।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন