ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুরুতেই মহা বিপর্যয়ে ইংল্যান্ড

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটিং উইকেটই প্রত্যাশা করেছিল সবাই। কিন্তু, একি ব্যাটিং উইকেট যে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের মৃত্যুকুপ! টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।

কিন্তু পুরো টুর্নামেন্টে প্রথম বল থেকেই মারমুখি হয়ে ওঠা ইংলিশদের একি দশা। ইনিংসের দ্বিতীয় বল থেকেই চরম বিপর্যয়ে পড়েছে ইয়ন মরগ্যানের দল। স্যামুয়েল বদ্রিকে দিয়ে বোলিং ওপেন করার ড্যারেন স্যামি। ওভারের দ্বিতীয় বলেই বদ্রির সুইং বুঝতেই পারেননি জ্যসন রয়। ইংল্যান্ডকে স্বপ্নের শুরু এনে দেয়ার মূল কারিগরই বোল্ড হয়ে গেলেন কোন রান না করে।

রানের খাতা খোলার আগেই এক উইকেট নাই ইংলিশদের। এই ওভারে স্যামুয়েল বদ্রির কাছ থেকে ৭ রান নিলেন জো রুট। দ্বিতীয় ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। এবার ইনিংসের পঞ্চম বলেই আলেক্স হেলসকে ফিরিয়ে দিলেন রাসেল। স্রেফ বোকা বানালেন হেলসকে। শর্ট ফাইন লেগে খেলতে দিলেন। তাতেই ক্যাচ তুলে দিলেন হেলস। জায়গায় দাঁড়িয়ে ক্যাচটি তালুবন্দী করলেন স্যামুয়েল বদ্রি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪ রান। জো রুট ১৩ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী অধিনায়ক ইয়ন মরগ্যান ব্যাট করছ্নে ৫ রান নিয়ে।

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন