ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুই রানে হারের উত্তর খুঁজে পাচ্ছেন না সাকিব

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ এপ্রিল ২০১৬

নিঃসন্দেহে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ম্যাচ ছিল ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি। পুরোটা সময়ই বাংলাদেশ দাপিয়ে বেড়িয়েছে ওই ম্যাচে। অথচ শেষ তিনটি বলই শুধু জিতেছে ভারত। তিন বলে দুই রান প্রয়োজন ছিল বাংলাদেশের। এমন ম্যাচটাও হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের এমন হারে গোটা ক্রিকেট বিশ্ব হয়েছে বিস্মিত। ওই ম্যাচ হারলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা অনেকটাই শেষ হয়ে যেতো। এমন সহজ সুযোগ হাতছাড়া করায় হতাশ হলেও সেই হারের আসলে কোন উত্তর খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার রাজধানীতে একটি কোম্পানির পন্যের প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, ‘আমরা মনে হয় আবার নতুন করে যদি শতবারও এমন ম্যাচ খেলি তাহলে সেই ম্যাচটি আমরাই জিতব। আসলে ভারতের কাছে সেই ম্যাচে আমরা কেন হেরেছি? এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি আমি। সেই ম্যাচ হারের পর আমাদের ড্রেসিং রুমের এমন অবস্থা হয়েছিল যে- সবাই রীতিমত বিস্মিত, বাকরূদ্ধ।’

ওই ম্যাচ হারসহ পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই বাঁ-হাতি অলরাউন্ডার, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রথম লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সে ক্ষেত্রে আমরা ভালোভাবেই সফল হয়েছি। তবে মূল পর্বে কোনো ম্যাচে জিততে না পারলেও দলের পারফরম্যান্স যথেষ্টই ভালো ছিল। প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করে হেরেছি। তাই দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন