ক্রিকেটে মজেছেন পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি পেশাগত কার্যক্রম, সমাজের প্রতি অঙ্গীকার ও বিশ্বের ভবিষ্যত গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ যুব বিশ্বনেতা-২০১৬ (ওয়াইজিএল) হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তরুণ নেতৃত্বে এক অনন্য উদাহরণ তিনি।
শুধু পেশাদারিত্বে পারদর্শী তেমনটা নয়, সব ক্ষেত্রেই আছে তার বিস্তর পরিধি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তার মেয়ে মারিয়ামের জন্মদিনে গান গেয়ে গায়কের তকমাও পেয়েছেন। তবে এবার জানা গেল ক্রিকেটের প্রতিও অগাধ ভালোবাসা রয়েছে তার।
শুক্রবার সিংড়ার চলনবিল এলাকায় ব্যাট হাতে মাঠে নেমে যান পলক। সেই দৃশ্য ফেসবুকে আপলোড করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, চলতি পথে চলনবিলের উচ্ছ্বল তারুণ্যের মাঝে নিজের দুরন্ত কৈশোর এর খোঁজে।
প্রসঙ্গত, জুনাইদ আহমেদ পলক ২০০৮ সালে মাত্র ২৮ বছর বয়সে নাটোর-৪ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি তাকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী, উদ্যোক্তা তৈরি, আইটি এবং আইটি সক্ষম সেবা শিল্পের প্রসার, ই-গভর্নেন্স এবং ই-সেবা প্লাটফর্ম প্রতিষ্ঠার কার্যক্রমকে এগিয়ে নিতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।
আরএ/জেএইচ/এমএস