ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গেইলের নাম শুনেছেন?

প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩১ মার্চ ২০১৬

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের দুই শক্তিশালি দল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত একটি ম্যাচই অনুষ্ঠিত হবে মুম্বাইতে- দর্শকদের প্রত্যাশা এমনই। তবে, দুই দলের লড়াই চাপিয়ে আলোচনায় ক্রিস গেইল এবং বিরাট কোহলির দ্বৈরথ। সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিকে ভারতীয় এক সাংবাদিক জিজ্ঞাসা করেন বিরাট কোহলির কথা। এ প্রশ্নে স্যামি বলেন, ‘ক্রিস গেইলের নাম শুনেছেন?’

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে, ‘ভারতই আসলে এই ম্যাচে ফেভারিট। তাদের সম্ভাবনা ৮০ : ২০। এটা আসলে ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ের মতই। তবে মানুষ সম্ভবত ভুলে গেছে ওই লড়াইয়ে ডেভিড জিতেছিল। সুতরাং, এই ম্যাচটাকে সেভাবেও দেখতে পারেন।’

নিজেরা এখনও সেরা খেলা খেলতে পারেনি উল্লেখ করে স্যামি বলেন, ‘আমরা এখনও সেরাটা দিতে পারিনি। তবে এটা ঠিক, আমাদের দলে বেশ কয়েকজন বিগ হিটার রয়েছে। তবে আমরা ডট বল পার্সেন্টেজের দিকে তাকিয়ে। সম্ভবত এটা আমাদের জন্য ৪০ থেকে ৫০ ভাগ। সুতরাং আমাদেরকে এ পর্যায়ে আরও উন্নত করতে হবে। তবে, এখনও পর্যন্ত টুর্নামেন্টে আমরা ভালো বল করেছি। তবে প্রায় সময়ই আমাদের ব্যাটসম্যানদের মধ্যে একজনকেই দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হচ্ছে।’

এ সময় এক ভারতীয় সাংবাদিক বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আনেন। জানতে চান, তাকে কিভাবে মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় স্যামি স্কীকার করেন, অবশ্যই কোহলি এই ম্যাচে অনেক বড় ফ্যাক্টর হতে পারে। তবে টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলকেও যেন কেউ ভুলে না যায়। তিনি উল্টো সেই সাংবাদিককে প্রশ্ন করেন, ‘আপনি কী কখনও ক্রিস গেইলের নাম শুনেছেন?’

এ সময় স্যামি বলেন, ‘আমরা কোহলিকে নিয়ে অবশ্যই পরিকল্পনা করছি। নিশ্চিতই সে একজন বড় মাপের ক্রিকেটার। তবে আমরা আমাদের খেলার দিকে মনযোগি হতে চাই। আমাদের ড্রেসিংরূমটা কেমন আছে সেটাই দেখতে চাই। তাহলেই সাফল্য আসবে, নিশ্চিত।’

আইএইচএস/এবিএস

আরও পড়ুন