ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আফ্রিদি

প্রকাশিত: ১১:০২ এএম, ৩০ মার্চ ২০১৬

বিতর্কের অবসান ঘটলেও সহসাই পার পাচ্ছেন না আফ্রিদি। অধিনায়কত্ব থেকে ছাঁটাই করা হলেও খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তার; কিন্তু তাতেও কি সব সমস্যা মিটে যাবে? তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার জন্য দেশবাসির কাছে এবার ক্ষমাই চেয়ে বসলেন আফ্রিদি। দলের খারাপ পারফর্মেন্সের জন্য নিজের ফেসবুক-টুইটার পেজে একটি ভিডিও বার্তায় আফ্রিদি পাকিস্তানের সকলের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চান।

মাত্র একটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন থেকে বিদায় নেয় পাকিস্তান। আফ্রিদি বলেন, ‘আমাকে নিয়ে কে কি বললো সেটা নিয়ে ভাবি না কিন্তু আমি আমার দেশের মানুষের কাছে দায়বদ্ধ। আমি শহীদ আফ্রিদি, বিশ্বকাপে চাহিদা অনুযায়ী ভালো খেলতে না পারার জন্য পাকিস্তানের সকল মানুষের কাছে ক্ষমা চাইছি।’
 
বিশ্বকাপের মাঝপথেই আফ্রিদির দেশপ্রেম নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ‘ভারতের থেকে বেশি ভালোবাসা পান’- এমন মন্তব্য করে বিপাকে পড়েছিলেন আফ্রিদি। সেগুলোরও জবাব দিলেন তিনি ভিডিও বার্তায়। ‘আমি ২০ বছর ধরে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলছি। পাকিস্তানের এই লোগো আমি ২০ বছর ধরে আমার বুকে ধারণ করছি। আমি মাঠে ফিল্ডিং করতে নামি পুরো দেশের আবেগকে সঙ্গী করে। এটা আমাদের ১১ জনের দল না, এটা পুরো পাকিস্তানের দল।’

আরআর/আইএইচএস/এবিএস

আরও পড়ুন