ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এক ম্যাচ কম খেলেও সুপার টেনের সেরা মুস্তাফিজ

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৯ মার্চ ২০১৬

ইনজুরি কেড়ে নিয়েছিল তার এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন; কিন্তু বিশ্বকাপে খেলে ঠিকই নিজের স্বপ্ন পূরণ করেছেন মুস্তাফিজ। প্রথম পর্বে খেলতে না পারলেও খেলেছেন সুপার টেনের তিনটি ম্যাচ। মাত্র এই তিনটি ম্যাচ খেলেই হয়ে গেছেন সুপার টেনের সেরা বোলার!

ইনজুরির কারণে সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে না পারলেও খেলেছেন পরের তিনটি ম্যাচ। সুপার টেনে সর্বোচ্চ ৯ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। কিউই স্পিনার মিচেল সান্তনারও ৯ উইকেট পেয়েছেন; কিন্তু তিনি ম্যাচ খেলেছেন চারটি। ৯.৫৫ গড়ে মুস্তাফিজের বোলিংয়ে ইকোনোমি রেট ৭.১৬ হলেও স্ট্রাইকরেট মাত্র ৮.০০! অবিশ্বাস্য বললেও কম বলা হবে তার এই নিখুঁত বোলিংকে।

তাছাড়া মুস্তাফিজ ১২ ওভার বল করে ৮৬ রান দিয়েছেন সুপার টেনে। অন্যদিকে নয় উইকেট নেয়ার আরেক বোলার সান্তনার ১৫ ওভার বল করে ৯৬ রান দিয়েছেন; কিন্তু একদিক দিয়ে মুস্তাফিজ ছাড়িয়ে গেছেন সকলকে। বিশ্বকাপে সেরা বোলিং ফিগার এই কাটার মাস্টারের। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন, যা এবারের বিশ্বকাপের সেরা।   

আরআর/আইএইচএস/পিআর

আরও পড়ুন