মুস্তাফিজের বলে বোল্ড নিকলস
বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তো কী হয়েছে, নিজেদের অসাধারণ পারফরম্যান্সের তো প্রদর্শনী করাই যায়। কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডেকেও তো মুস্তাফিজের স্লোয়ার-কাটারের স্বাদ দেয়া প্রয়োজন। সেই স্বাদটা দিয়েই মূলতঃ শুরু করলেন মুস্তাফিজ।
টস জিতে ইডেনের ফ্ল্যাট উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়াতে মার্টিন গাপটিলকে বিশ্রাম দিয়ে হেনরি নিকোলসকে সুযোগ দেয় কিউইরা। কেন উইলিয়ামসনের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন হেনরি।
প্রথম তিনটি ওভার ভালোই বাংলাদেশের বোলারদের মোকাবেলা করছিল নিউজিল্যান্ড। ৩ ওভারে তুলে ফেলেছে তারা ২৩ রান। চতুর্থ ওভারে প্রথমবারেরমত মুস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন মাশরাফি। প্রথম ৫ বল থেকে মাত্র ২রান নিতে পেরেছেন কিউইরা।
শেষ বলে এসে দুর্দান্ত এক স্লোয়ার কার্টার। পুরোপুরি পরাস্ত হেনরি। ফ্রন্ট ফুটে এসে কভার ড্রাইভ করার চেষ্টা করেছিলেন; কিন্তু বল ফাঁকা পেয়ে গেলো ব্যাট এবং প্যাডের মাঝে। সোজা গিয়ে উপড়ে দিল হেনরির অফ স্ট্যাম্প। অবাক হয়ে তিনি শুধু দেখলেন স্ট্যাম্পের উড়ে যাওয়াটা। ২৫ রানে পড়লো প্রথম উইকেট।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬। উইকেটে রয়েছেন ৩৪ রানে কেন উইলিয়ামসন এবং ৬ রানে কলিন মুনরো।
আইএইচএস/এমএস