পরিবর্তন আসছে টাইগারদের একাদশেও!
বিশ্বকাপের নিয়মরক্ষার শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামছে বাংলাদেশ দল। সুপার টেনে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে তাই জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় মাশরাফিবাহিনী।
তাসকিন এবং সানির বদলি দলে আসা সাকলাইন সজীব এবং শুভাগত হোমকে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে। তারা দুজনই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেক্ষেত্রে শুভাগত হোমের পরিবর্তে দলে আসতে পারেন উপেক্ষিত নাসির হোসেন।
কলকাতার উইকেট অনেকটা পেস নির্ভর হওয়ার কারণে হয়তো সজীবের পরিবর্তে দলে দেখা যেতে পারে আবু হায়দার রনিকেও। সৌম্য ফিরে পেতে পারেন তার পছন্দের ব্যাটিং পজিশনও। সেক্ষেত্রে মোহাম্মদ মিথুন ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামবেন বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশ একাদশঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান/মোহাম্মদ মিথুন, নাসির হোসেন/শুভাগত হোম/সাকলাইন সজীব, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
আরআর/এমআর/এবিএস