টাইগাররা এখন কলকাতায়
ব্যাঙ্গা্লুরুতে দুটি ক্লোজ ম্যাচ খেললো বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটপ্রেমীদের কাছে আফসোসের, এই দুটি ক্লোজ ম্যাচের ফল যদি পক্ষে আসতো, তাহলে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত খেলতে পারতো বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য। অস্ট্রেলিয়ার কাছে ক্লোজ ম্যাচে পরাজয় মেনে নিতে পারলেও, ভারতের কাছে পরাজয়টা কোনমতেই মেনে নেয়ার মত নয়। তিন বলে জযের জন্য ২ রান প্রয়োজন। হাতে চার উইকেট। ক্রিজে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
এমন ম্যাচও শেষ পর্যন্ত হারতে হলো। ৩ বলেই বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। সন্দেহ নেই দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এক দুঃস্বহ স্মৃতি হয়ে থাকবে ভারতের কাছে মাত্র ১ রানে পরাজয়ের এই ম্যাচটি। এই পরাজয়ের পর বিশ্বকাপ থেকেও ছিটকে গেলো বাংলাদেশ। সেমির কোন আশাই আর বাকি রইল না।
তবে নিয়মরক্ষার আরেকটি ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ২৬ মার্চ কলকাতার ইডেনে গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলার পরই দেশে ফিরবে বাংলাদেশের ক্রিকেটাররা।
ব্যাঙ্গালুরুর অভিযান আপাতত শেষ। এবার শেষ ম্যাচ খেলতে আসতে হবে কলকাতায়। ব্যাঙ্গালুরু থেকে স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১০টায় বিমানে ওঠেন মাশরাফি অ্যান্ড কোং। দুপুর ১টায় কলকাতার দমদম বিমান বন্দরে এসে নামে টিম বাংলাদেশ। বিমান বন্দরে নেমেই সোজা টিম হোটেলে গিয়ে অবস্থান নেয় বাংলাদেশের ক্রিকেটাররা।
ম্যাচের আগে আগামীকাল একদিন সময় পাচ্ছে টিম বাংলাদেশ। তবে আনুষ্ঠানিকভাবে কোন প্র্যাকটিসের সূচি নেই। ঐচ্ছিক অনুশীলন করতে পারে ক্রিকেটাররা। ২৬ মার্চ, শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
আইএইচএস/পিআর