ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টোয়েন্টিতে তামিমের অন্যরকম হাফ সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৩ মার্চ ২০১৬

দুই ম্যাচ আগেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচের খেলার গৌরব অর্জন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার ভারতের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলতে নামলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের হয়ে তৃতীয় খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করলেন তামিম। এর আগে এশিয়া কাপের ফাইনালের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ম্যাচের হাফ সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।

২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি হারারের স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তামিম ইকবাল খানের; সেই ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার ছিলেন শাহরিয়ার নাফিস। এরপর এদিন নিজের ৫০তম ম্যাচে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ওপেন করতে নেমে মোট ১৪ জনের সঙ্গে ওপেনিং করলেন তামিম।

এ ম্যাচের আগে ৪৯ ম্যাচে তামিমের সংগ্রহ ছিল ১১১৬ রান। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম এবং একমাত্র সেঞ্চুরিয়ানও তিনি। চলতি টি-টোয়েন্টি বাছাই পর্বেই ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরটি/আইএইচএস/বিএ

আরও পড়ুন