টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অবশেষে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দলে ছিলেন না সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে অসুস্থতা কাটিয়ে আজ একাদশে ফিরেছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ দেয়া হয়েছে সাকলায়েন সজীবকে।
টস জয়ের পর মাশরাফি বলেন, ‘প্রথমে বল ভালো হবে, পরে বল বেশি ব্যাটে আসবে। তাছাড়া এ মাঠে চেজ করেই সবচেয়ে বেশি জয় এসেছে। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি আমরা ভালো লড়াই করতে পারবো। দলে একটি পরিবর্তন হয়েছে সাকলায়েন সজীবের জায়গায় এসেছেন তামিম।’
আগের দুই ম্যাচ হেরে টুর্নামেন্টে একরকম কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা। বলা যায় বিদায়ের দ্বারপ্রান্তে। ভারতের কাছে হারলেই বিদায় নিশ্চিত মাশরাফি বাহিনীর। তবে এ ম্যাচে জয় পেলে ও অন্য দলের ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এলে কিছুটা সম্ভবনা রয়েছে বাংলাদেশের।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বললেন একই কথা। তিনি বলেন, ‘আমরাও চেয়েছিলাম, টস জিতলে প্রথমে বোলিং নেবো। উইকেট কিছুটা আদ্র থাকবে। শিশিরও পড়ার সম্ভাবনা রয়েছে। আদ্রতা থাকার কারণে বল টার্ন করারও সম্ভাবনা বেশি। দলে কোন পরিবর্তণ নেই।’
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আল আমিন হোসাইন, শুভাগত হোম, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, যশপ্রিত বুমরাহ এবং আশীষ নেহরা।
আইএইচএস/আরআইপি