দেশে ফিরলেন আরাফাত সানি
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়ে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকেই দেশে ফিরে আসতে হয়েছে স্পিনার আরাফাত সানিকে। বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ বাঁ হাতি স্পিনার।
গত শনিবার সানি এবং তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল জানায় আইসিসি। তাতে এ দুই তারকার বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে বিশ্বকাপ শেষ হয়ে যায় এ দুই তারকার।
এর আগে বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে অবৈধ বোলিংয়ের অভিযোগ ওঠে সানির বিরুদ্ধে। এরপর চেন্নাইয়ে ল্যাবে বোলিং পরীক্ষা দিয়েই নামেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। সে ম্যাচে দুই উইকেট তুলে নিয়েছিলেন সানি।
আরটি/এবিএস