ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেনিসে সানিয়া-বোপানা জয়

প্রকাশিত: ০৯:৩১ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে জয়ের ধারায় রয়েছেন ভারতের সানিয়া মির্জা। প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে সানিয়া মির্জা-রোহান বোপানা জুটি জয় পেয়েছে ব্রুনো সোয়ারেস-ড্যানিয়েল হান্টুচোভা জুটির বিপক্ষে।

ইন্ডিয়া এক্সের হয়ে খেলছেন সানিয়া মির্জা-রোহানা বোপানা। আর সিঙ্গাপুরের হয়ে কোর্টে নেমেছিলেন সোয়ারেস-হান্টুচোভা। কোর্টের লড়াইয়ে সানিয়া-রোহান জুটি ৬-৫ গেমে হারিয়েছে সোয়ারেস-হান্টুচোভা জুটিকে।

এদিকে পুরুষের দ্বৈতেও জয় পেয়েছে এক্সের বোপানা-গায়েল মনফিলস জুটি। তারা ৬-৩ গেমে জিতেছেন লেইটন হেউইট-সোয়ারেস জুটির বিপক্ষে।