ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইউরোপা লিগে পয়েন্ট ভাগাভাগি

প্রকাশিত: ০৯:১২ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

উয়েফা ইউরোপা লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ইন্টার মিলান ও কারাবাগ। গোলশূন্যভাবে শেষ হয়েছে দুই দলের মধ্যকার খেলা। ড্র করেই ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই পরবর্তী রাউন্ডে উঠেছে ইন্টার। তাদের পয়েন্ট ১২। আর ৭ পয়েন্ট নিয়ে একই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে গেছে নিপ্রো নিপ্রোপ।

এ ছাড়া বরুসিয়া ৩-০ গোলে জুরিখকে, ভিয়ারিয়াল ২-০ গোলে এ্যাপোলোনকে, সালজবার্গ ৫-১ গোলে অস্ট্রাকে, সেভিয়া ১-০ গোলে রিজেকাকে, উফলসবার্গ ৩-০ গোলে লিলিকে এবং ডায়নামো মিনস্ক ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্টিনাকে। আর বেসিকতাসের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহাম হটস্পার।