ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সৌম্যের ফেরার অপেক্ষায় মাশরাফি

প্রকাশিত: ০৫:১৮ এএম, ২২ মার্চ ২০১৬

সমালোচনাটা বেশ জোরেসরেই হচ্ছে। টি-টোয়েন্টি এখন পর্যন্ত একটি হাফসেঞ্চুরি করতে পারেননি সৌম্য সরকার। ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে চল্লিশোর্ধ্ব ইনিংস রয়েছে কেবল দুটি। ওয়ানডে ভালো খেললেও টি-টোয়েন্টিতে যেন ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না সেই হার্ড হিটার সৌম্যকে।

এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সবখানেই চলছে তার রানখরা। দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের সে প্রশ্নের উত্তর দিলেন অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি সৌম্যের পাশে থাকার কথাও জানান।

‘আসলে এটা তো হয় আসলে কখনো এরকম সময় যায়, এরকম কঠিন পরিস্থিতিতে আসলে টি-টোয়েন্টি ফরমেটে রানও করতে হবে ওই তাড়াটা থাকে সব সময় ঝুকি নিয়ে কিছুটা ব্যাটিং করতে হয়। রানের ভেতরে থাকলে থাকলে ঐ সমস্যাটা হয় না হয়তোবা একদিন খারাপ যায় দুইদিন ভালো যায়, যেহেতু রান নেই ব্যাটে তাই ওর জন্য একটু কঠিন হয়ে গিয়েছে। তবে একদিন হয়তোবা রান করলে, দেখবেন ও ফর্মে ফিরেছে। আমি এখনো আশাবাদী ইনশাল্লাহ ও ভালো রানে ফিরবে। আসলে ফরমেটটাই এইরকম।’

আরআর/এমআর/পিআর

আরও পড়ুন