তাসকিন-সানি ন্যায্য বিচার পায়নি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই আইসিসির নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ হয়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে বাংলাদেশের দুই বলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির। কিন্তু কেন তাদের বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ করা হলো? এমন প্রশ্ন জুড়ে দিয়েছেন অনেকেই। কয়েকদিন আগেই ইয়ান চ্যাপেল বলেছেন, ‘তাদের যদি নিষিদ্ধই করতে হবে তাহলে টুর্নামেন্টের মাঝখানে কেন! টুর্নামেন্টের আগেই তো করতে পারতো আইসিসি।’
এবার চ্যাপেলের সাথে সুর মেলালেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামও। ‘বাংলাদেশের দুই বোলারকে টুর্নামেন্টের মাঝে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আইসিসি টুর্নামেন্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারতো।’
শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি ওয়াসিম। এশিয়া কাপের আম্পায়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ‘যদি তাদের অ্যাকশনে সমস্যা থাকে তাহলে এশিয়া কাপে আম্পায়াররা কী করছিলেন? তখন তো কেউ তাদের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেনি। তাসকিন বাংলাদেশের অন্যতম সেরা বোলার। তাদের উপর ন্যায্য বিচার হয়নি।’
আরআর/এমআর/পিআর