ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবেগ উচ্ছ্বাস হতাশায় রূপ নিলো শাহবাগে

প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২১ মার্চ ২০১৬

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আর টাইগারদের জন্য প্রার্থনা ছিল খেলার শুরু আগ থেকেই। কিন্তু প্রাণপণ লড়েও বিজয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশের দামাল ছেলেরা।

ফলে যেসব ক্রিকেটপ্রেমীরা আবেগ উচ্ছ্বাস নিয়ে শাহবাগে এসেছিলেন খেলা দেখতে তাদের সেই উচ্ছ্বাস যেন কিছুটা হতাশায় রূপ নিলো। অবশ্য খেলা শেষ হওয়ার আগেই বুকভরা কষ্ট নিয়ে শাহবাগ ছেড়েছেন অনেক ক্রিকেটপ্রেমীরা।

এদিকে খেলার শেষ পর্যায়ে যখন টাইগাররা আবারো গর্জে উঠেছিল তখন আবারো উজ্জীবিত হয়েছিল শাহবাগের ক্রিকেটপ্রেমীরা। তবে শেষ হাসি না হেসেই মলিন মুখ নিয়ে ফিরে যেতে হয়েছে মাশরাফি, তামিম, শাকিব ও মুস্তাফিজ ভক্তদেরকে।


তবে ক্রিকেট বিশ্বে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইগাররা যেভাবে খেলেছে এতে সন্তোষও প্রকাশ করেছেন অনেকে। ধানমন্ডি থেকে খেলা দেখতে আসা ওয়াহিদ খান রাজ জাগো নিউজকে বলেন, ভাগ্য আজ বাংলাদেশের সহায় ছিল না।

তবে সব মিলিয়ে টাইগাররা অনেক ভালো খেলেছেন বলেও মনে করেন তিনি।

এমএম/এএস/বিএ

আরও পড়ুন