ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোরসালিনের সেই মিস নিয়ে কথা বললেন কাজী সালাউদ্দিন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। অথচ বাংলাদেশ ফাইনালও খেলতে পারতো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই টুর্নামেন্টের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কয়েক গজের মধ্যে বল পেয়েছিলেন শেখ মোরসালিন। টোকা দিতে পারলেই বল জালে। কিন্তু মোরসালিন সবাইকে অবাক ও হতাশ করেছেন গোল করতে চরমভাবে ব্যর্থ হয়ে। ওই গোলটি হলে বদলে যেতে পারতো ম্যাচের চিত্র। ২০০৫ সালের পর সাফের ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হতো বাংলাদেশের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি প্রথমে খেলোয়াড়দের টিম হোটেলে গিয়ে সবার সঙ্গে কথা বলেছেন। মাঠে গিয়ে অনুশীলন দেখেছেন। তখন কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে ছিলেন মোরসালিনও। বাফুফে সভাপতি সাফের সেমিফাইনালে মোরসালিনের ওই মিস নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। কেন ব্যর্থ হয়েছেন তা ধরিয়ে দিয়েছেন এবং কথাগুলো ভবিষ্যতে মনে রাখার পরামর্শ দিয়েছেন। বাফুফে সভাপতি যখন সাফের সেমিফাইনালে গোল মিস নিয়ে কথা বলছিলেন তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন মোরসালিন।

সাফের সেমিফাইনালে ওঠায় জামাল ভূঁইয়াদের অর্ধকোটি টাকার বেশি বোনাস দিয়েছেন বাফুফে সভাপতি। অক্টোবরে মালদ্বীপকে হারাতে পারলে আরও বোনাস দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন খেলোয়াড়দের। মালদ্বীপকে হারাতে পারলে বিশ্বকাপের গ্রুপপর্বে উঠবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ গ্রুপে থাকবে অস্ট্রেলিয়ার মতো দেশ। বাফুফে সভাপতি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ যেন মিস না হয় তাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।

মোরসালিনের পর কাজী সালাউদ্দিন কথা বলেন সাদ উদ্দিনকে ডেকে। সাদের পজিশন নিয়ে কথা বলেছেন। সাদের সঙ্গে কথা বলার সময় কাজী মো. সালাউদ্দিনকে যতটা ফুরফুরে মেজাজে দেখা গেছে ঠিক তার উল্টো ছিল মোরসালিনের সঙ্গে কথা বলার সময়। অনুশীলনের সময় বাফুফে সভাপতি ডেকেছিলেন ফয়সাল আহমেদ ফাহিমকেও। ধরিয়ে দেন একটা ভুল। নিজের ভুল স্বীকার করে আবার অনুশীলনে ফিরে যান ফাহিম।

আরআই/কেএসআর/এএসএম