ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের পরই বিদায় আফ্রিদির!

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২১ মার্চ ২০১৬

ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, ফিরেছিলেন ফর্মেও; কিন্তু ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ফর্মটা আগের মতই রয়ে গেছে। সব সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। সুতরাং, বিশ্বকাপের পরেই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে গুঞ্জনও শোনা যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘এটি একদম পরিস্কার যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আফ্রিদির দুরত্ব বাড়ছে। তার পারফর্মেন্স এবং অধিনায়কত্বে নেই কোন ধার। সে যদি বিশ্বকাপের পরে ঘোষণাও দেয় সে অবসর নিচ্ছে না, তাহলেও বোর্ড তাকে অধিনায়কত্বে রাখবে না এমনকি প্লেয়ার হিসেবেও না।’

তাহলে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে আফ্রিদির ২০ বছরের ক্রিকেট অধ্যায়? বর্তমান নির্বাচক কমিটিকেও বিশ্বকাপের পর ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। ‘পাকিস্তান সেমিফাইনালে উঠুক কিংবা বিশ্বকাপ জিতুক বর্তমান নির্বাচক কমিটি বিলুপ্ত হচ্ছে এটা নিশ্চিত।’

শুধু কি আফ্রিদি? ছাঁটাই হতে পারেন কোচ ওয়াকার ইউনুসও। পিসিবির আরেকটি সূত্র জানায়, ‘ওয়াকার ইউনুসের সাথে আমার চুক্তি ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত; কিন্তু সেটিও হয়তো না হতে পারে। বিশ্বকাপের পরেই বিদেশি কোচ অথবা দেশি একজন কোচ নেয়ার পরিকল্পনা করছি আমরা।’

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন