ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘পদক জেতার জন্যই অনুশীলন চালিয়ে যাচ্ছি’

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০২৩

গত বছর ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ১৪ বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছিলেন শিরিন আক্তার। আগামী মাসের মাঝামাঝিতে হওয়ার কথা রয়েছে জাতীয় সামার অ্যাথলেটিকস।

পেছানোর সম্ভাবনাও আছে। সেপ্টেম্বরে হোক কিংবা অক্টোবরে- নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এবং অনন্য রেকর্ড আগামীর স্প্রিন্টারদের জন্য আরো কঠিন করে রাখতে সামার অ্যাথলেটিকসের প্রস্তুতি নিচ্ছেন শিরিন আক্তার।

জাগো নিউজ: সামনেই সামার অ্যাথলেটিকস। কেমন প্রস্তুতি আপনার?

শিরিন আক্তার: আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালোই চলছে। কাফি স্যারের (আবদুল্লাহ হেল কাফি) অধীনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো দিন দুই বেলা ও কোনো দিন এক বেলা অনুশীলন করছি।

জাগো নিউজ: আপনি সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের স্বর্ণ জিতেছিলেন। এখন টাইমিং কেমন হচ্ছে অনুশীলনে?

শিরিন আক্তার: টাইমিং একেক দিন একেক রকম। তবে সব মিলিয়ে আগের চেয়ে ভালো টাইমিং হচ্ছে।

জাগো নিউজ: সামারে কি লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামবেন? শুধুই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে?

শিরিন আক্তার: অবশ্যই কেবল মাত্র শ্রেষ্ঠত্ব ধরে রাখতে নয়। শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি নিজের টাইমিংটা আরো ভালো করার লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামবো।

Shirin

জাগো নিউজ: ১৪ বার দ্রুততম মানবী হয়ে দেশের অ্যাথলেটিকসে অনন্য রেকর্ড করেছেন। এই রেকর্ড কোথায় নিয়ে থামতে চান?

শিরিন আক্তার: আসলে আমি এখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলি। যতদূর যাওয়া যায়।

জাগো নিউজ: সামনে সাউথ এশিয়ান (এসএ) গেমস। পদক আসবে তো?

শিরিন আক্তার: আসলে পদক জেতা কঠিন। তবে অসম্ভব নয়। পদকের জন্যই অনুশীলন চালিয়ে যাচ্ছি।

জাগো নিউজ: আপনি দুটি এসএ গেমসে অংশ নিয়ে রিলেতে ব্রোঞ্জ পেয়েছেন। ব্যক্তিগত পদক নিশ্চয়ই প্রত্যাশা করেন?

শিরিন আক্তার: প্রত্যাশা করি, স্বপ্ন দেখি এবং পরিশ্রমও করি। বাকিটা আল্লাহর ইচ্ছা।

জাগো নিউজ: ধন্যবাদ।

শিরিন আক্তার: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস