ইতিহাস বদলাতে চায় মাশরাফিরা
বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় সোমবার (২১ মার্চ) ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দু`দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে বেশ অস্বস্তিতে রয়েছে। এই ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা বাজবে পরাজিত দলের। ফলে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে অসি ও টাইগাররা।
তবে ইতিহাসটা মোটেও বাংলাদেশের পক্ষে নয়। পুরোপুরিই অস্ট্রেলিয়ার পক্ষে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। যার সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে সোমবার চতুর্থবারের মত অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বাঁচা মরার লড়াই বলে কথা। তাইতো প্রতিপক্ষকে কোন মতেই ছাড় দিতে নারাজ টাইগাররা। ইতিহাস বদলে জয়টা নিজেদের ঘরে তুলতে চায় মাশরাফি বাহিনী।
এদিকে ম্যাচের আগেই পরবর্তী খেলায় শক্তভাবেই ‘কাম-ব্যাক’ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন টাইগার বোলার তাসকিন আহমেদ।
আরএ/এমআর/এমএস