‘ভারত-পাকিস্তান ম্যাচ যেন সীমান্ত যুদ্ধ’
ভারত-পাকিস্তান ম্যাচের বাকি আর মাত্র কয়েকঘন্টা। এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একদিকে প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী আফ্রিদি বাহিনী। অন্যদিকে প্রথম ম্যাচে পরাজয়ে বাড়তি চাপে রয়েছে স্বাগতিক ভারত।
এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারত-পাকিস্তান ম্যাচ মানে সীমান্ত যুদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ কখনওই শুধু একটি ম্যাচ নয়। এটার সঙ্গে শুধু সীমান্ত সংঘাতের তুলনা চলে অ্যাসেজ থেকেও এর মাহাত্ম্য বেশি।’
তবে কি এই ম্যাচে ক্রিকেটারদের উপর বাড়তি চাপ থাকে? এমন প্রশ্নের জবাবে অশ্বিন বলেন, ‘চাপ তো যে কোনও ম্যাচেই থাকে। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর কেউই আর বাড়তি চাপ অনুভব করে বলে মনে হয় না। তবে আবেগটা তো এই ম্যাচে একটু বেশি থাকেই।’
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও আগামীকালের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন এই অফস্পিনার, ‘এই রকম কঠিন অবস্থা থেকে কোনও দল যদি ঘুরে দাঁড়াতে পারে, তা হলে সেটা আমরাই।’
আরএ/আইএইচএস/এমএস