এক ম্যাচ জিতলেই ৩৯ লাখ টাকা!
ষষ্ঠবারের মত আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের গ্রহণযোগ্যতা। ছয়-চারের পসরা সাজিয়ে বসা টুর্নামেন্টে বেড়েছে প্রতিযোগিতাও। আগের তুলনায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোও পাচ্ছে বিপুল পরিমাণ অর্থ। গত বছরের বিশ্বকাপের থেকে যেটা প্রায় ৩৩ শতাংশ বেশি!
বিশ্বকাপের সুপার টেনে খেলছে দশটি দল। সুপার টেনে একটি ম্যাচ জিতলেই জয়ী দল পাবে প্রায় ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ টাকারও বেশি। সুপার টেন থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনালে উঠলেই ৭ লাখ ৫০ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৮৮ লাখ টাকা পাবে দলগুলো।
সেমিফাইনাল টপকে ফাইনালে উঠে হেরে গেলেও মন খারাপের কিছু থাকছে না। আইসিসি রানারআপ দলকে দিচ্ছে ১১ কোটি ৭৬ লাখ টাকা। আর বিশ্বকাপ জয়ী দলের তো কথাই নেই! বিশ্বকাপ জয়ী দল পাবে ২৭ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের অংশ নেওয়া মোট ১৬টি দলকেই দেয়া হয়েছে ৩ লাখ ডলার করে।
আরআর/এমআর/পিআর