ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সবার ওপরে বাংলাদেশি পাঁচ ক্রিকেটার

প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৭ মার্চ ২০১৬

বিশ্বকাপ টি-টোয়েন্টির ষষ্ঠ আসর বসেছে এবার ভারতে। টানা সবগুলো বিশ্বকাপ খেলে যাওয়া চাট্টিখানা কথা নয়। সেই অসম্ভব কাজকেই সম্ভব করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে। সেই থেকে এবারের বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ১৯ জন। যেখানে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের হয়ে সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

বাংলাদেশের তারকার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম সবগুলো বিশ্বকাপে খেলেছেন। এছাড়া এই তালিকায় রয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং যুবরাজ সিং; ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডুয়েইন ব্রাভো, দীনেশ রামদিন। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং জেপি ডুমিনি। শ্রীলংকার লাসিথ মালিঙ্গা এবং তিলকারত্নে দিলশান। নিউজিল্যান্ডের রস টেলর এবং ন্যাথান ম্যাককালাম সবগুলো বিশ্বকাপে খেলেছেন।

পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ছাড়া তাদের দেশ থেকে আর কোনো ক্রিকেটার সবগুলো টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। প্রতিটা বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে লাসিথ মালিঙ্গা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তাই বিশ্বকাপে তার উইকেট সংখ্যাটাও বেশি। আর সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের।

আরআর/একে/পিআর

আরও পড়ুন