ছক্কায় ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন গেইল
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকান ঝড় ক্রিস গেইলের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে উড়ে গেলো ইংলিশরা। ১৮৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইলের করা ৪৮ বলের শতকে ১১ বল বাকি থাকতেই জয় পায় ড্যারেন স্যামিরা।
এ শতকের মধ্যে দিয়ে টি-টোয়েন্টির বিশ্ব আসরে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো শতক হাঁকালেন গেইল। তার প্রথম শতক ছিল ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
এছাড়াও গেইলের ৪৮ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে ১১টি ছক্কার মার ছিল। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার দিক থেকে সবার শীর্ষে পৌঁছে গেছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। তার ছক্কা সংখ্যা ৯৮টি।
পেছনে ফেলেছেন সম্প্রতি অবসর নেয়া কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালামকে। দ্বিতীয়তে থাকা ম্যাককালামের ছক্কা সংখ্যা ৯২টি। তালিকায় ৭৯ ছক্কা নিয়ে তৃতীয়তে আছেন অসি অলরাউন্ডার শেন ওয়াটসন।
এছাড়াও তালিকায় আছেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদির মতো খেলোয়াড়রা।
বিএ