ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গেইলের ঝড়ো সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৬ মার্চ ২০১৬

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। সুপারে টেনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি হাকান এই ব্যাটিং তাণ্ডব।

এ শতকের মধ্যে দিয়ে টি-টোয়েন্টির বিশ্ব আসরে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিতীয়বারের মতো শতক হাঁকালেন গেইল। তার প্রথম শতক ছিল ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

সেইসঙ্গে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করলো ক্যারিবীয়রা। মাত্র চার উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ড্যারেন সামির দল।

শেষ পর্যন্ত ৪৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন গেইল। ১১টি ছয় ৫টি চারে সাজানো তার ইনিংস। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বেঁধে দেয়া ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন এই ব্যাটিং জিনিয়াস।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের হার্টহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল।

বিএ

আরও পড়ুন