ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে ১৮৩ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০১৬

বড় কোন স্কোর নেই। সর্বোচ্চ রান বলতে জো রুটের ৪৮। তবে মাঝারিমানের কয়েকটি ইনিংস খেলেছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বিশাল এক লক্ষ্য বেধে দিল ইংল্যান্ড। জিততে হলে, ক্যারিবীয়দের করতে হবে ১৮৩ রান।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার জন্য ইংল্যান্ডকে আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে দুই ইংলিশ ওপেনার জ্যাসন রয় এবং আলেক্স হেলস। ৪.৩ ওভারে ৩৭ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন এ দু’জন। ১৫ রান করে আউট হন জ্যাসন রয়। হেলস আউট হন ২৮ রান করে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে জো রুট ৪৮ রান করেন ৩৬ বলে। ২০ বলে ৩০ রান করেন জস বাটলার। ইয়ন মরগ্যান করেন ১৪ বলে ২৭ রান। ৭ বলে ১৫ রান করেন বেন স্টোকস। ক্যারিবীয়দের হয়ে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল এবং ডোয়াইন ব্র্যাভো। ১ উইকেট নেন স্টিভেন ফিন।

আইএইচএস/আরআইপি