ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ!

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ মার্চ ২০১৬

বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে কোন ম্যাচেই এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি বাংলাদেশের এই কাটার মাস্টার। সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এই ম্যাচে খেলতে না পারলেও বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে মুস্তাফিজের খেলার কথা জানালেন তিনি।

পরবর্তী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্টিভেন স্মিথের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। মাশরাফির প্রত্যাশা, ওই ম্যাচেই মাঠে নামবেন মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ এখন আরো সুস্থ হয়ে উঠেছে, আশা করছি আমরা তাকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেই পাবো।’

এর আগে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের বাজে বোলিংয়ে পাকিস্তান ২০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাংলাদেশ ১৪৬ রানের বেশি এগুতে পারেনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘পাকিস্তানের বোলিং আক্রমণে বিপক্ষে দুইশো রান সবসময়ই কষ্টকর। সাকিব অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা ১৫০ এর কাছাকাছি গিয়েছি যা খারাপ নয়। আমাদের আরো ভালো বোলিং করতে হবে। প্রথম ছয় ওভার ভালো বোলিং করতে পারিনি। এমনকি ব্যাটিংয়েও খারাপ করেছি, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের বিপক্ষে এমন বোলিং নিয়ে খেলা কষ্টসাধ্য, পাশাপাশি ম্যাচটি হবে বাঙ্গালোরের ফ্লাট উইকেটে।’

২১শে মার্চ সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন