ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাজারী ক্লাবে দ্বিতীয় সাকিব

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৬ মার্চ ২০১৬

ওমানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে আগের ম্যাচেই হাজারী ক্লাবে ঢুকেছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আর বুধবার পাকিস্তানের বিপক্ষে তার সঙ্গে যোগ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

হাজার রান থেকে মাত্র চার দুরে থেকে এদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। ইডেন গার্ডেনে সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে এ মাইলফলক অর্জন করলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় হাজার রানের মালিক হলেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় হলেও এর আগে সারা বিশ্ব থেকে ২৫ জন ক্রিকেটার এ সংস্করণে হাজার রান করেন। ২৬তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মালিক হলেন সাকিব। এই রেকর্ডটি করতে সাকিব খেলেছেন মোট ৫১টি ম্যাচ।

হাজার রানের কোটা পার হওয়ায় সাকিব এদিন আরও একটি রেকর্ডের মালিক হলেন। টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও কমপক্ষে ৫০টি উইকেট নেওয়া ক্রিকেটার হলেন তিনি। ৫১ ম্যাচ থেকে সাকিবের উইকেট ৬১টি। এর আগে এ রেকর্ডটি করেন পাকিস্তান দলের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি।    

আরটি/আইএইচএস/আরআইপি