ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু পরিসংখ্যান

প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৪ মার্চ ২০১৬

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেনের লড়াই। সুপার টেনে গ্রুপ-২ থেকে প্রথম দিন মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্স-আপ ভারত ও নিউজিল্যান্ড। এই দু’দল মুখোমুখি হবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো ক্রিকেট পাঠকদের জন্য।

১. দলগত রেকর্ড:
সর্বোচ্চ দলীয় রান শ্রীলঙ্কার ২৬০/৭ বিপক্ষ-কেনিয়া (২০০৭)
সর্বনিম্ন দলীয় রান নেদারল্যান্ডস ৩৯ বিপক্ষ শ্রীলঙ্কা (২০১৪)
সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয় দক্ষিণ আফ্রিকা ২০৮/২ বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০০৭)
বড় জয় (রান) শ্রীলঙ্কা- ১৭২ রানে বিপক্ষ কেনিয়া (২০০৭)
বেশি জয় শ্রীলঙ্কা- ২১টি (২০০৭-২০১৪)
বেশি হার বাংলাদেশ- ১৫টি (২০০৭-২০১৬)

২. ব্যাটিং রেকর্ড:
সবচেয়ে বেশি রান মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা, ২০০৭-২০১৪) ১০১৬ রান
এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি (ভারত) ৩১৯ রান (২০১৪)
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) বিপক্ষ বাংলাদেশ (২০১২) ১২৩ রান (৫৮ বল)
সেঞ্চুরি ৬ জন ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), সুরেশ রায়না (ভারত), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ও আহমেদ শেহজাদ (পাকিস্তান)।
সবচেয়ে বেশি ফিফটি ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৭টি
সেরা ব্যাটিং গড় (অন্তত ১০ ইনিংস) বিরাট কোহলি (ভারত) ৭২.০০
সেরা জুটি মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১০) ১৬৬ রান (দ্বিতীয় উইকেটে)
শূন্য রানে আউট তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ও শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৫ ম্যাচে
সবচেয়ে বেশি চার মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা) ১১১টি
সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৪৯টি
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইল বিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০০৭) ১০টি।

৩. বোলিং রেকর্ড:
সবচেয়ে বেশি উইকেট শিকারী লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৩৮টি
এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট শিকারী অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) (২০১২) ১৫
সেরা বোলিং ফিগার অজান্থা মেন্ডিস (শ্রীলঙ্কা) বিপক্ষ জিম্বাবুয়ে (২০১২) ৬/৮ (৪ ওভার)
সবচেয়ে বেশি ৪ উইকেট শিকারী সাইদ আজমল (পাকিস্তান) ৩ বার
সবচেয়ে ইকোনমি রেট সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৫.১৭

৪. ফিল্ডিং রেকর্ড:
সবচেয়ে বেশি ক্যাচ (ফিল্ডার) এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ২১টি
সবচেয়ে বেশি ক্যাচ (উইকেটরক্ষক) কামরান আকমল (পাকিস্তান) ৩০

৫. অন্যান্য রেকর্ড:
সবচেয়ে বেশি ম্যাচ তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৩১টি
সবচেয়ে বেশি ম্যাচ (অধিনায়ক) মহেন্দ্র সিং ধোনি (ভারত) ২৮টি
সবচেয়ে বেশি ম্যাচ (আম্পায়ার) আলিম দার (পাকিস্তান) ৩২টি।

বিএ

আরও পড়ুন