আবারও শুরু, ওমানের প্রয়োজন ২২ বলে ৭৫ রান
তামিম তাণ্ডবে ওমানের সামনে ১৮০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশই উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে। ওমান ব্যাট করতে নেমে ৭ ওভারে ৪১ রান করার পরই নামে বৃষ্টি।
প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ওমানের সামনে। নতুন লক্ষ্য ১৬ ওভারে ১৫২ রান করতে হবে ওমানকে। প্রথমবার বৃষ্টি আসার আগে ৭ ওভারে ৪১ রান করে ওমান। দ্বিতীয়বার বৃষ্টি আসার আগে তাদের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৫৪ বলে ১১১ রান।
৫৪ বলে ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে আর মাত্র ৮ বলের খেলা হয়েছে। এরপরই নামে বৃষ্টি। আবারও বন্ধ হয়ে গেলো খেলা। ১১ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা। এবার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১২ ওভারে প্রয়োজন ১২০ রান। অথ্যাৎ খেলার বাকি ২২ বলে জিততে হলে ওমানকে করতে হবে ৭৫ রান।
দ্বিতীয়বার বৃষ্টি আসার আগে ওমানের আরও দুটি উইকেটের পতন ঘটে এবং ৮.২ ওভারে করতে পেরেছে মাত্র ৪৫ রান।
আইএইচএস/বিএ