ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পার্সির গোলে ম্যানইউর জয়

প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

ডাচ তারকা রবিন ফন পার্সির গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।

সাউদাম্পটনের মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ১২ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠিয়েছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড রবিন ফন পার্সি। অবশ্য গোল হজমের পর হাল ছেড়ে দেয়নি সাউদাম্পটন। ৩১ মিনিটেই সমতায় ফিরেছে দলটি। গোল করেছেন পেল্লে।

বিশ্রামের পর আবারও ম্যানইউর রক্ষাকর্তা হিসেবে হাজির হয়েছেন পার্সি। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন এই উইঙ্গার। অধিনায়ক ওয়েন রুনির ক্রস থেকে জালে বল জড়িয়েছেন তিনি।

এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ফন গালের দল ম্যানইউ। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার এক নাম্বারে রয়েছে হোসে মরিনহোর দল চেলসি।