থেমেছে বৃষ্টি, চলছে মাঠ শুকানোর কাজ
হিমালয়ের কোলে অবস্থিত ধর্মশালায় অবশেষে প্রকৃতি যেন সদয় হয়েছে। প্রায় ভোর রাত থেকে টানা বৃষ্টির পর অবশেষে আধা ঘণ্টা আগে থেমেছে বৃষ্টি। সারাদিনের বৃষ্টির কারণে কভারের ওপর প্রচুর পরিমাণে পানি জমেছে। এ মুহূর্তে কাভারের উপরের পানি নিষ্কাসনের কাজ চলছে। মাঠ খেলার উপযোগী হলে জানানো হবে কখন কত ওভারে খেলা হবে। তবে ধর্মশালার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আবারও যে কোন সময় আঘাত হানতে পারে বৃষ্টি।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রায় সম্পূর্ণ মাঠ কভারে ঢাকা ছিল। দুই স্তরের ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে মাঠের প্রায় পুরো অংশ। তাই বৃষ্টিতে মাঠের ক্ষতিগ্রস্থ হবার সুযোগ খুব কম। কাভারের উপরের পানি শুকাতে কাজ করছে ৬টি সুপার সপার। ড্রেনেজ ব্যবস্থা ভালো বলে খুব শীঘ্রই মাঠ খেলার উপযোগী হবে বলে আসা করছেন সবাই।
এদিকে ধর্মশালার তাপমাত্রা কমতে শুরু করেছে। এ মুহূর্তে সেখানকার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। তাই বৃষ্টি থামলেও এমন বৈরি কন্ডিশনে টাইগারদের স্বাভাবিক খেলা হুমকির মুখে পড়তে পারে।
অথচ এ ধরণের পরিবেশেই অভ্যস্ত আইরিশরা। তাই এটা তাদের জন্য বাড়তি সুবিধা হতে যাচ্ছে। শুক্রবার ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। তবে দুপুর ১২টায় দিকে সূর্যের দেখা পাওয়া গেলেও ঝড়ো ঠান্ডা বাতাস বইতে থাকে শহরটিতে। দুপুর ২টার দিকে একটু থামলেও মিনিট ১৫ পরেই আবার হানা দেয় বৃষ্টি।
এর আগে টস হলেও বৃষ্টির কারণে ভেসে গেছে ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। একই সঙ্গে বৃষ্টি না থামলে ভেসে যেতে পারে বাংলাদেশের ম্যাচও। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনো রিজার্ভ ডেও নেই। মাঠে বল না গড়ালে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে।
আরটি/আইএইচএস/এমএস