ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইরিশদের নিয়ে চিন্তিত মাশরাফি!

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১০ মার্চ ২০১৬

টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের পর আত্মাবিশ্বাসী থাকলেও পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ডকে নিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ, আইরিশরা বাংলাদেশকে বেশ ভালোভাবেই চেনে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তারা খুবই ভালো একটি দল।

যদিও বিশ্বকাপে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত আয়ারল্যান্ড উল্টো নিজেরাই হেরে গেলে আন্ডারডগ ওমানের কাছে। তবুও এই দলটি নিয়ে মাশরাফির কণ্ঠে শোনা গেলো উদ্বেগ। মাশরাফি বলেন, ‘ইতিপূর্বেও আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। তারা টি-টোয়েন্টিতে তে বেশ ভালো একটি দল। তাই আগামীকালের ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিয়েই ভালো খেলতে হবে।’

একই সঙ্গে কন্ডিশন নিয়েও বেশ চিন্তিত বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘রাতের ম্যাচ অবশ্যই আমাদের জন্য কঠিন হবে। আমাদেরকে পুরোপুরি ভিন্ন একটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। সুতরাং, এটাই আমাদের জন্য সবচেয়ে ভোগান্তির কারণ হতে পারে।’

আরএ/আইএইচএস/এবিএস