ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘বিশ্বকাপেই ফর্মে ফিরবেন সাকিব-মুশফিকরা’

প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৯ মার্চ ২০১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয় দিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে ১৫৪ রানের সংগ্রহ নিয়ে শেষ বলের আগ পর্যন্ত স্বস্তিতে ছিলেন না টাইগাররা। মূলতঃ ব্যাটিং সহায়ক উইকেটে কিছু রান কম করে ফেলায় এমন চাপে পড়েছিল বাংলাদেশ। দলের সেরা ব্যাটসম্যানরা ভুগছেন ফর্মহীনতায়। তবে এই বিশ্বকাপেই ব্যাটসম্যানরা ফর্মে ফিরবেন বলে আশা করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের নির্বাচক হাবিবুল বাসার।

বুধবার বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ধারাভাষ্য দিতে জাগো এফএম ৯৪.৪-এ এসেছিলেন হাবিবুল। এ সময় সাকিব ও মুশফিক সম্পর্কে তিনি বলেন, ওরা (সাকিব-মুশফিক) যদি ফর্মে না ফিরতে পারে তাহলে এটা আমাদের অনেক ভোগাবে। কারন ওরাই আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমাদের আরও খেলোয়াড় আছে যারা ওদের জায়গাটা পূরণ করে দিতে পারে; কিন্তু বিশ্বকাপের মত টুর্নামেন্টে সিনিয়র খেলোয়াড়দের পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ। এমন খেলোয়াড়দের ফর্মে না থাকা খুবই দুঃসংবাদ। আশা করি তারা এই বিশ্বকাপেই ফর্মে ফিরে আসবে। কারন তারা খুবই ভালো খেলোয়াড়। তাদের সে সামর্থ্য রয়েছে।’

বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৫ রান করে ফিরে গেছেন সাকিব। মুশফিক রানের খাতাই খুলতে পারেননি। দুই ব্যাটসম্যানই আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। অফষ্ট্যাম্পের অনেক বাইরের বল খোঁচা মারতে গিয়েছেন সাকিব। আর মুশফিক বলের লাইনে যেতে ব্যর্থ হওয়ায় পরিস্কার বোল্ড হয়েছেন।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন