ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কি অদ্ভুত মিল!

প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৯ মার্চ ২০১৬

এটাকে অদ্ভুত বললেও কম হয়ে যাবে! ক্রিকেট মাঠে এমন ঘটনা তেমন বেশি একটা ঘটতে দেখা যায়নি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ডে এক অদ্ভুত সমীকরণ দেখলো পুরো বিশ্ব। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩টি ম্যাচ হয়েছে (বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ পর্যন্ত)। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৪ রানে হারায় হংকংকে এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ১৪ রানে হারায় স্কটল্যান্ডকে।

কিন্তু অবাক করা ব্যপার হলো জিম্বাবুয়ের ছুড়ে দেয়া ১৫৮ রান বাড়া করতে নেমে হংকং ব্যাটিং করার সময় এক পর্যায়ে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৯ রান। আফগানিস্তানের ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডেরও এক সময় জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ বলে ৩৯ রান।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এসেও একই কাণ্ড! বাংলাদেশ ১৫৪ রানের টার্গেট দেয় নেদারল্যান্ডকে এবং ডাচরাদেরও এক পর্যায়ে ১৮ বলে ৩৯ রানে প্রয়োজন হতো জয়ের জন্য। এমন অদ্ভুত মিল হয়ত এর আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে বাংলাদেশ।

আরআর/আইএইচএস/এবিএস

আরও পড়ুন