বঙ্গবন্ধু আন্তর্জাতিক নারী হ্যান্ডবল শুরু
শনিবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পর্দা উঠেছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ নারী ট্রফি (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্টের।
সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক সিনিয়র ড. জাফর উদ্দিন।
৪ জাতির অংশগ্রহণে তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ নারী ট্রফি হ্যান্ডবল। এর আগে ২০১৬ ও ২০১০ টুর্নামেন্ট হয়েছিল।
ভারত এবং নেপালের ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। তার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ টিমের (ইয়ুথ ও জুনিয়র) খেলোয়াড়রা নিজ নিজ দেশের পতাকা হাতে মার্চপাস্টে অংশ নেয়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘৪ জাতির এবারের আসর আগের আসরগুলোর মতোই সাফল্যমন্ডিত হবে। টুর্নামেন্টে খেলতে আসা বিদেশি দলগুলো এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ। ৫ দিনব্যাপি এই টুর্নামেন্টের সমাপণী দিনে থাকছে কালচারাল প্রোগ্রাম এবং নৈশ্যভোজ। আশা করি টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো আমাদের কালচারাল প্রোগ্রাম উপভোগ করবেন।’
বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি এবং সম্প্রীতির এক বন্ধন সৃষ্টি হবে। খেলাধুলার মাধ্যমে মূলত এই সম্পর্কটা আরো জোরদার হয়। আমি এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।’
আরআই/এমএমআর/এএসএম