ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৮ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে মঙ্গলবার। বুধবার শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। ভারতের ধর্মশালায় বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এদিন ইনজুরির কারণে একাদশে নাও থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে মাঠে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। কন্ডিশনের কথা চিন্তা করে দলে ফাস্ট বোলারের সঙ্গে স্পিনারদের কোথায় চিন্তা করছেন টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপের ফাইনালে ভালো বোলিংয়ের সুফল পেতে পারে অলরাউন্ডার নাসির হোসাইন। বিশেষ করে নেদারল্যান্ডস দলের খেলোয়াড়রা স্পিনে অপেক্ষাকৃত দুর্বল বিধায় টিম ম্যানেজমেন্ট চাইছে দলের স্পিন শক্তি বৃদ্ধি করতে।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ (সম্ভাব্য): স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, টিম ভ্যান ডের গুগটেন, আহসান মালিক, লোগান ভ্যান বিক, পল ভ্যান মেকারেন, পিটার বোরেন (অধিনায়ক) ও মুদাসসার বুখারি।

বিএ

আরও পড়ুন