ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে হংকং

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৮ মার্চ ২০১৬

জিম্বাবুয়ে-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসরের প্রথম পর্বের। আসরের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হংকং। ভারতের নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

অংশগ্রহণকারী ১৬টি দলকে আপাতত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আটটি দল খেলছে বাছাই পর্ব। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই পর্বের খেলা। নাগপুর এবং ধর্মশালায় অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষ আটে থাকা দলগুলো থাকছে মূল পর্বের জন্য। বাকি সেরা দুটি দল সরাসরি খেলছে বাছাই পর্বে। অন্য ৬টি দল বাছাই করে আনা হয়েছে আরেকটি বাছাই পর্ব থেকে।

প্রথম রাউন্ড থেকে দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব। এই পর্বের নাম সুপার টেন। বাছাই পর্বের আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ওমানকে নিয়ে ‘এ’ গ্রুপ। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।

এমআর/আরআইপি