ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হকি দলের প্রস্তুতি নাকি বাস-ট্রেন ভ্রমণ?

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

জুনিয়র এশিয়া হকিতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্প করতে রাতে ভারত রওয়ানা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়া কাপ হকির নবম আসর।

১০ দলের এই টুর্নামেন্টে এবার ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান এবং উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড এবং চাইনিজ তাইপে।

যুব দলের জন্য কোনো স্পন্সর না পাওয়ায় খেলোয়াড়দের সড়কপথেই ভারত পাঠাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই যুগে এমন ঘটনা বিরল। রাত ১টায় বাসে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে দল। বেনাপোল হয়ে কলকাতা এবং তারপর ট্রেনে দিল্লি। সেখান থেকে হরিয়ানা ও জলন্ধর। প্রস্তুতি শেষ করে আবার দিল্লি ফিরে উড়াল দেবে ওমানের পথে। সবকিছু মিলিয়ে প্রস্তুতির চেয়ে ঝক্কি-ঝামেলাই বেশি হবে খেলোয়াড়দের। এ যেন প্রস্তুতির নামে বাস ও ট্রেন ভ্রমণ!

২৩ জনের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন-উর-রশিদ। ভারতে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি সেখানে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ জুনিয়র হকি দল। দেশে এবং দেশের বাইরে দীর্ঘসময় কন্ডিশনিং ক্যাম্প করার সুযোগ সিনিয়র দলও এর আগে পায়নি। এজন্যই এই ট্যুরকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ ও প্রধান কোচ মামুন-উর-রশিদ।

জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ হকি। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের বাংলাদেশ। এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বেশিরভাগ খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে জুনিয়র হকি এশিয়া কাপের দল। সঙ্গে বেশ কয়েক নতুন মুখও রয়েছে। যাদের অধিকাংশই বিকেএসপির শিক্ষার্থী।

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য সেরা চারে অর্থাৎ সেমিফাইনালে জায়গা করে নেয়া। ১০ দলের আসরে সেরা চারে থাকলে মিলবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট। সেই লক্ষ্যেই দলটিকে নিয়ে কাজ করে যাচ্ছে হকি ফেডারেশন।

দল ভারত যাওয়ার আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘হকির ইতিহাসে চার মাস ধরে অনুশীলন এর আগে হয়নি। বর্তমান দলটিকে নিয়ে আমরা অনেক কাজ করেছি। তাদের জন্য সর্বোচ্চ সুবিধা দিয়েছি। কোচিংস্টাফ থেকে ফিজিও-ভিডিও অ্যানালিস্ট সবই ছিল। আমরা পারফেক্ট একটা দল তৈরির জন্য সব ধরনের কাজ করেছি। সে প্রচেষ্টার অংশ হিসেবে ভারতে আমরা কন্ডিশনিং ক্যাম্প করতে দল পাঠাচ্ছি। সেখান থেকে আমরা ওমানে যাব। আমি আশাবাদী কন্ডিশনিং ক্যাম্পে ছেলেরা অনেক বেশি শিখতে পারবে।'

ভারতের দুটি প্রদেশ হরিয়ানা ও জলন্ধরে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রিন্স, রকি, নয়ন, আমিরুলদের নিয়ে গড়া দলটি। এর মধ্যে হরিয়ানার নারওয়ানাতে ৬টি এবং জলন্ধরে ৪টি ম্যাচ। ২৯ এপ্রিল থেকে মাঠের অনুশীলন শুরু করবে তারা।

১ মে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে মামুন-উর-রশিদের দল। হরিয়ানাতে ১ মে থেকে ৯ মে পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হরিয়ানা স্ট্রেট টিম, শহীদ ভগত সিং হকি একাডেমি এবং নারওয়ানা সিটির একটি একাডেমি দলের বিপক্ষে খেলবেন প্রিন্স, রকিরা।

এরপর ১০ মে জলেন্ধরের উদ্দেশে রওয়ানা দেবে দল। জলেন্ধরের লাভলি ইউনিভার্সিটি দল এবং সুরজিৎ একাডেমি বিপক্ষে বাকি চারটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। ১৬ মে দিল্লি বিশ্রাম নিয়ে ১৭ তারিখ ওমানের উদ্দেশে রওয়ানা দেবে। সবগুলো প্রস্তুতি ম্যাচ শেষে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানান কোচ মামুন-উর-রশিদ।

আরআই/এমএমআর/জেআইএম